ড্যান্ডি মাদক
ড্যান্ডিতে বুঁদ হয়ে থাকে ঢাকার ছিন্নমূল শিশুরা

ড্যান্ডিতে বুঁদ হয়ে থাকে ঢাকার ছিন্নমূল শিশুরা

গায়ে ছেঁড়া জামা, ময়লা প্যান্ট, উসকো-খুসকো চুল, ময়লা-কাদাযুক্ত শরীর, চোখে ঘুম ঘুম ভাব- এমনি বেশভূষায় রাজধানীর ফার্মগেট এলাকায় ঘুরছে বেশ কয়েকজন পথশিশু। তাদের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, তারা ড্যান্ডি নামক মাদকের মরণনেশায় আসক্ত।

১৪ জুন ২০২৫