আনসার কনস্টেবল সৈনিকদের দখলে এমপিদের ন্যাম ভবনআনসার সদস্য, পুলিশ কনস্টেবল এবং সামরিক বাহিনীর সৈনিকদের দখলে রাজধানীর শেরেবাংলা নগরের মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংসদ সদস্যদের বাসভবন (ন্যাম ভবন)। তাদের বসবাসের কারণে ভিআইপি এ ভবনগুলো ‘গণরুম’-এর তকমা পেয়েছে।১৫ জুন ২০২৫