
পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার শিক্ষক আ. কুদ্দুস স্মরণে দোয়া অনুষ্ঠান
মাওলানা আব্দুল কুদ্দুস সম্পর্কে স্মৃতিচালন করে বক্তারা বলেন, মাওলানা আব্দুল কুদ্দুস সবসময় হালাল রিযিক গ্রহণ, পবিত্র অবস্থায় থাকা, দিনেরাতে প্রচুর নামায আদায় করতেন। তার অসিয়ত ছিল- মাজলুম হও, জালিম হইও না।
