
সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন।
বছরের শেষ সময়ে পেঁয়াজ নিয়ে হঠাৎ সক্রিয় হয়েছে সিন্ডিকেট। গত বৃহস্পতিবার থেকে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। এদিকে, বিদেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু সরকার এখনো আইপি দেয়নি।
পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা কমে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও যা ছিল ৭০ টাকা। অন্যদিকে, খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। একইভাবে, মরিচের দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। কেজিতে ৬০ টাকা কমে এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, আর খুচরা বাজারে ১৩০ টাকা।