
প্রীতম-প্রতীকের ‘লাইভ ইন অস্ট্রেলিয়া’
সংগীতশিল্পী প্রীতম হাসান এবার সুরে সুরে মাতাচ্ছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ‘প্রীতম হাসান লাইভ ইন অস্ট্রেলিয়া’ শিরোনামের কনসার্টে অংশ নিয়েছেন প্রীতম। এ সফরে প্রীতমের সঙ্গে থাকছেন তার বড় ভাই সংগীতশিল্পী প্রতীক হাসানও।
