
জুনে বাজারে আসছে দেশে উৎপাদিত মার্সিডিজ-মিতসুবিশি
বাংলাদেশে উৎপাদিত হচ্ছে জার্মানির মার্সিডিজ বেঞ্জ, জাপানের মিতসুবিশিসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি। দেশের মাটিতে উৎপাদিত গাড়ি বাজারে আসবে জুন মাসেই। আমদানি করা রিকন্ডিশন গাড়ির তুলনায় এসব নতুন গাড়ির দামও হবে ২০ থেকে ৩০ শতাংশ কম। গাজীপুর অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ
