
প্রতি বছর আগস্টের প্রথম রবিবার ‘ফ্রেন্ডশিপ ডে’ হিসেবে পালিত হয়। সেই হিসেবে গতকাল ৩ আগস্ট ছিল বন্ধু দিবস। বন্ধু দিবসে বাংলালিংকের ওটিটি প্লাটফর্ম টফিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’। এর আগে সিনেমা হলে মুক্তি পেলেও ওটিটি প্লাটফর্মে প্রথম মুক্তি পেল চলচ্চিত্রটি।