
দুই হাজার ৯৩১টি ক্রীড়া ইভেন্টের মধ্য দিয়ে শেষ হলো যুব উৎসব
‘চলো বদলে যাই দেশ, বদলে যাই বিশ্ব’ এই প্রতিপাদ্য সামনে রেখে একমাস কার্যক্রমের পর বুধবার শেষ হয়েছে যুব উৎসব। এতে সারা দেশে দুই হাজার ৯৩১টি ক্রীড়া ইভেন্ট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে কমপক্ষে ২ দশমিক ৭৪ মিলিয়ন নারী ও তরুণী অংশ নিয়েছে।
