খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের এ্যাকটেল টাওয়ারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙা। ব্যাংকে ঢুকে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙা। সবকিছু এলোমেলো। আবুল কাশেম বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান।