
সোনা ফলাচ্ছেন স্কালোনি
কম তো নয়। ৩৬ বছরের অপেক্ষা। একটি বিশ্বকাপের জন্য এই দীর্ঘ সময়টা হাপিত্যেশ করেছে আর্জেন্টিনাবাসী। ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ২০২২ সাল- কাতারের মাটিতে সোনালি ট্রফির খরা কাটে আর্জেন্টিনার। আলবিসেলেস্তেদের আরেকটি বিশ্ব শিরোপা উপহার দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

