
কোন সিস্টেমে কম মেইনটেন্যান্স লাগে?
অনেক সময় আমরা মনে করি কম্পিউটার ধীর চলছে। বারবার হ্যাং হচ্ছে বা ভাইরাস আক্রান্ত। সমস্যা নিশ্চয়ই কম্পিউটারের হার্ডওয়্যারে। কিন্তু সত্য হলো, বেশির ভাগ ক্ষেত্রেই সমস্যার মূল লুকিয়ে থাকে অপারেটিং সিস্টেমের ভেতরে। এ কারণে ব্যবহারকারীরা প্রায়ই প্রশ্ন তোলেন—উইন্ডোজ আর লিনাক্সের মধ্যে কোন সিস্টেমে মেইনটেন্য
