বাংলাদেশ টেলিভিশনের প্রচার চলতি দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘বৈঠকখানা’ দুটি নতুন মৌলিক গান গেয়েছেন এই সময়ের শ্রোতাপ্রিয় চারজন সঙ্গীতশিল্পী। তারা হলেন সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা।
বাংলাদেশের এই প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে নিজের মিষ্টি আর সুরেলা কণ্ঠ দিয়ে ‘সেরাকন্ঠ’খ্যাত সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা নিজের একটা আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। তার কণ্ঠে বেশকিছু আধুনিক গানও পেয়েছে জনপ্রিয়তা।