
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করা হয়। যোগদানের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করা হয়। যোগদানের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন সময়ের এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ছিল শুধু একটি রাজনৈতিক ঘটনার অংশ নয়, বরং দেশের তরুণ সমাজের সাহসিকতার প্রতীক।

জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে নির্মিত মুগ্ধ মঞ্চের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং জুলাই-আগস্ট স্মৃতি রক্ষার্থে মুগ্ধ মঞ্চকে আরো সুন্দর ও অর্থবহ করে উপস্থাপনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।