তার ও সহযোগীর দাবি, বিশ্বের প্রথম সার্বভৌম হিন্দু রাষ্ট্রের দূত তারা। এই হিন্দু জাতির আছে নিজস্ব পাসপোর্ট, বিশ্বজনীন সংবিধান এবং পবিত্র সোনার তৈরি মুদ্রা। তাদের নিজেদের গড়া অবাস্তব রাষ্ট্রের নাম ‘ইউনাইটেড স্টেটস অব কৈলাসা’। তাদের নেতা ভারতীয় এক পলাতক সাধু নিত্যানন্দ। তিনি জাতিসংঘে বক্তৃতাও দিয়েছেন।