থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে গতকাল শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জেতেন সামিউল ইসলাম। বাংলাদেশের এ সাঁতারু আজ রোববার করেছেন আর দুর্দান্ত পারফরম্যান্স। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে পেয়েছেন রুপা। এজন্য সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড।