সুইস পাইলট রাফায়েল ডমজান ১৫ বছর পর সৌরশক্তিচালিত বিমানের উচ্চতায় উঠার বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১ হাজার ২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
নতুন সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যেখানে রয়েছে তিন সূর্য। পৃথিবী থেকে ৪৮৯ আলোকবর্ষ দূরে অবস্থিত এই সৌরজগতের নামকরণ করা হয়েছে ‘জিজি টাও-এ’।