আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলকে পাল্টা পদক্ষেপ না নিতে সতর্ক করলো যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

ইসরাইলকে পাল্টা পদক্ষেপ না নিতে সতর্ক করলো যুক্তরাজ্য
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে ইসরাইলকে সরাসরি সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, তারা ইসরাইলি সরকারকে স্পষ্ট করে বলেছে, ফিলিস্তিন স্বীকৃতির জবাবে বসতি সম্প্রসারণ গ্রহণযোগ্য নয়।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের আগে নিউইয়র্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কুপার বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পথও এটি।

এদিকে, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির পর ইসরাইলের কয়েকজন মন্ত্রী, বিশেষ করে কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের হুমকি দিয়েছেন।

উল্লেখ্য, গতকাল ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের দেশ পর্তুগাল ও ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইউরোপের আরও তিনটি দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে এই পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন