তিউনিসিয়ায় ক্রমবর্ধমান অবিচার ও সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ ও সরকারের সমালোচকদের কারাদণ্ডের তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। খবর আল জাজিরার।
রাজধানী তিউনিসে শনিবার কালো পোশাক পরে বাঁশি ও লাল ফিতা হাতে বিক্ষোভে অংশ নেন দুই শতাধিক মানুষ। এসময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
তিউনিসিয়ার সরকার অনেক সাংবাদিক, আইনজীবী, সরকার বিরোধী ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীকে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’ করার অভিযোগে কারাগারে পাঠিয়েছে।
বিরোধীরা বলছেন, প্রেসিডেন্ট সাইদ বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করেছেন। ২০২২ সালে তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেঙে দেন।
সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট সাইদ তার বিরোধী রাজনৈতিকদের দমনের জন্য বিচার বিভাগ এবং পুলিশকে ব্যবহার করছেন।
তারা সতর্ক করে দিয়েছেন যে ২০১১ সালের বিপ্লবের পর থেকে আরব বসন্তের জন্মস্থানে গণতান্ত্রিক অর্জনগুলো ম্লান হয়ে যাচ্ছে।
বিচার বিভাগের রাজনীতিকরণের বিরুদ্ধে একজন সোচ্চার সমালোচক, সাবেক প্রশাসনিক বিচারক আহমেদ সোয়াবকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার কয়েক সপ্তাহ পরে এ বিক্ষোভ হলো।
তবে প্রেসিডেন্ট সাইদ তার বিরুদ্ধে স্বৈরশাসন বা বিরোধীদের বিরুদ্ধে বিচার বিভাগকে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তিনি তিউনিসিয়াকে ‘বিশ্বাসঘাতকদের’ হাত থেকে মুক্ত করছেন।
আরএ


গাজায় ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের
লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল, নিহত ২