আন্তর্জাতিক ডেস্ক
একাকিত্ব স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতনের নাম। চলার পথে যেকোনো বয়সি মানুষ যেকোনো সময়ই আটকে যেতে পারেন একাকিত্ব নামের এক অদৃশ্য শেকলে। আর এর থেকে বের হওয়ার চেষ্টায় কত কিছুই না করে তারা। দক্ষিণ কোরিয়ার সোলেও’তে একাকিত্বে ভোগা মানুষের জন্য ব্যতিক্রমী কিছু করা হয়েছে। এর থেকে মুক্তি পেতে রাজধানীতে চালু করা হয়েছে বিশেষ এক ধরনের নিত্যপণ্যের দোকান। তবে সেই দোকানের বিশেষত্ব হলো, এতে রয়েছে ‘উষ্ণ হৃদয়ের কনভেনিয়েন্স স্টোর’। নিত্যপণ্যের এসব দোকানে নুডুলস থেকে শুরু করে সিনেমা দেখাই নয়, আছে মানুষে মানুষে বন্ধুত্ব গড়ার সুযোগও।
এই সুযোগটি কাজে লাগিয়েছেন ২৯ বছর বয়সি হি কাং। নিজের একাকিত্ব দূর করতে এই দোকান থেকে তিনি প্রতিদিনই কিছু না কিছু কিনতেন। আবার বিনামূল্যে নুডুলস যেমন নিতেন তেমনি ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন সমাজকর্মী আর অপরিচিতদের সঙ্গে। এভাবেই নিজের একাকিত্ব থেকে রেহাই মিলেছে তার। হি জানিয়েছেন, এই দোকানে না এলে তিনি কখনোই এই রোগ থেকে মুক্তি পেতেন না। কারণ পরিবার থেকে কিশোর বয়সে বাড়ি ছেড়ে আসা এই ব্যক্তি জানান, এই স্টোর না থাকলে তার যাওয়ার মতো আর কোনো জায়গা থাকত না।
চলতি বছরের মার্চে শহরের উত্তর-পূর্ব জেলা ডংডেমুনে অবস্থিত এই বিশেষ দোকানে এখন পর্যন্ত ২০ হাজার মানুষ এসেছেন। অথচ ধারণা করা হয়েছিল, প্রথম বছরে হয়তো পাঁচ হাজারের মতো মানুষ আসবেন। প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ জন দর্শনার্থী আসেন এখানে, যাদের বেশিরভাগই ৪০ থেকে ৫০ বছর বয়সি। তবে হি কাংয়ের মতো তরুণও আছেন অনেক।
দক্ষিণ কোরিয়ার রাজধানীতে একাকিত্ব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, শহরের আনুমানিক এক লাখ ৩০ হাজার তরুণ- যাদের বয়স ১৯ থেকে ৩৯-এর মধ্যে। তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন অথবা গৃহবন্দি। একই গবেষণায় আরো উঠে এসেছে, রাজধানীতে একক পরিবারের সংখ্যা প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে। এ পরিসংখ্যান সরকারকে বেশ উদ্বিগ্ন করেছে। কারণ এখানে জন্ম ও বিয়ের হার অনেকটাই কমেছে। স্টোর ম্যানেজার কিম সে হিয়ন জানান, এখানে শুধু রামেন নয়, আছে মুভি ডে, গল্পগুজবের আয়োজন আর একসঙ্গে বসে থাকার উষ্ণ পরিবেশ। মানুষ যেন অন্তত একদিন হলেও মনে করে, তিনি একা নন।
সূত্র: বিবিসি
একাকিত্ব স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতনের নাম। চলার পথে যেকোনো বয়সি মানুষ যেকোনো সময়ই আটকে যেতে পারেন একাকিত্ব নামের এক অদৃশ্য শেকলে। আর এর থেকে বের হওয়ার চেষ্টায় কত কিছুই না করে তারা। দক্ষিণ কোরিয়ার সোলেও’তে একাকিত্বে ভোগা মানুষের জন্য ব্যতিক্রমী কিছু করা হয়েছে। এর থেকে মুক্তি পেতে রাজধানীতে চালু করা হয়েছে বিশেষ এক ধরনের নিত্যপণ্যের দোকান। তবে সেই দোকানের বিশেষত্ব হলো, এতে রয়েছে ‘উষ্ণ হৃদয়ের কনভেনিয়েন্স স্টোর’। নিত্যপণ্যের এসব দোকানে নুডুলস থেকে শুরু করে সিনেমা দেখাই নয়, আছে মানুষে মানুষে বন্ধুত্ব গড়ার সুযোগও।
এই সুযোগটি কাজে লাগিয়েছেন ২৯ বছর বয়সি হি কাং। নিজের একাকিত্ব দূর করতে এই দোকান থেকে তিনি প্রতিদিনই কিছু না কিছু কিনতেন। আবার বিনামূল্যে নুডুলস যেমন নিতেন তেমনি ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন সমাজকর্মী আর অপরিচিতদের সঙ্গে। এভাবেই নিজের একাকিত্ব থেকে রেহাই মিলেছে তার। হি জানিয়েছেন, এই দোকানে না এলে তিনি কখনোই এই রোগ থেকে মুক্তি পেতেন না। কারণ পরিবার থেকে কিশোর বয়সে বাড়ি ছেড়ে আসা এই ব্যক্তি জানান, এই স্টোর না থাকলে তার যাওয়ার মতো আর কোনো জায়গা থাকত না।
চলতি বছরের মার্চে শহরের উত্তর-পূর্ব জেলা ডংডেমুনে অবস্থিত এই বিশেষ দোকানে এখন পর্যন্ত ২০ হাজার মানুষ এসেছেন। অথচ ধারণা করা হয়েছিল, প্রথম বছরে হয়তো পাঁচ হাজারের মতো মানুষ আসবেন। প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ জন দর্শনার্থী আসেন এখানে, যাদের বেশিরভাগই ৪০ থেকে ৫০ বছর বয়সি। তবে হি কাংয়ের মতো তরুণও আছেন অনেক।
দক্ষিণ কোরিয়ার রাজধানীতে একাকিত্ব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, শহরের আনুমানিক এক লাখ ৩০ হাজার তরুণ- যাদের বয়স ১৯ থেকে ৩৯-এর মধ্যে। তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন অথবা গৃহবন্দি। একই গবেষণায় আরো উঠে এসেছে, রাজধানীতে একক পরিবারের সংখ্যা প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে। এ পরিসংখ্যান সরকারকে বেশ উদ্বিগ্ন করেছে। কারণ এখানে জন্ম ও বিয়ের হার অনেকটাই কমেছে। স্টোর ম্যানেজার কিম সে হিয়ন জানান, এখানে শুধু রামেন নয়, আছে মুভি ডে, গল্পগুজবের আয়োজন আর একসঙ্গে বসে থাকার উষ্ণ পরিবেশ। মানুষ যেন অন্তত একদিন হলেও মনে করে, তিনি একা নন।
সূত্র: বিবিসি
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৪ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
৪৩ মিনিট আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে