আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যে কারণে যুক্তরাষ্ট্রে ৬৭০ কিলোমিটার সড়কপথে যাত্রা করেছিলেন জয়শঙ্কর

আমার দেশ অনলাইন

যে কারণে যুক্তরাষ্ট্রে ৬৭০ কিলোমিটার সড়কপথে যাত্রা করেছিলেন জয়শঙ্কর
ছবি: সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সেসময় মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা প্রায় প্রায় ৬৭০ কিলোমিটার সড়কপথে ভ্রমণ করিয়ে তাকে নিউইয়র্কে নিয়েছিলেন। তার কারণ, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাটডাউনের জন্য বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ ছিল। এমন তথ্য উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে। এই সপ্তাহে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

মার্কিন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস (ডিএসএস)-এর তৈরি এই প্রতিবেদনটি ৮ জানুয়ারি জনসমক্ষে প্রকাশ করা হয়। সরকারি শাটডাউনের ফলে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল কার্যত বন্ধ হয়ে গেলে, নিরাপত্তা কর্মকর্তারা সড়কপথে যাত্রার সিদ্ধান্ত নেন। কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের লিউইস্টন-কুইনস্টন ব্রিজে জয়শঙ্করকে গ্রহণ করেন নিরাপত্তা কর্মকর্তারা এবং সেখান থেকে প্রায় সাত ঘণ্টার সড়কযাত্রা শুরু হয় ম্যানহাটানের উদ্দেশে।

বিজ্ঞাপন

এই নিরাপত্তা অভিযানে মোট ২৭ জন এজেন্ট অংশ নেন। তারা এসেছিলেন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের ডিগনিটারি প্রোটেকশন ডিভিশন এবং নিউইয়র্ক ও বাফেলোর ফিল্ড অফিস থেকে। স্থানীয় নিরাপত্তা জোরদার করতে কিছু এজেন্ট আলাদাভাবে গাড়ি চালিয়ে নির্ধারিত স্থানে পৌঁছান।

জয়শঙ্করের গাড়িবহর নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিস্তীর্ণ গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল দিয়ে অতিক্রম করে। প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালীন আবহাওয়া ও দীর্ঘ সময় গাড়ি চালানোর বিষয়টি বিবেচনায় রেখে আগেভাগেই পরিকল্পনা করা হয় এবং যাত্রাপথে চালকদের পর্যায়ক্রমে পরিবর্তন করা হয়। তীব্র ঠাণ্ডা ও সীমিত দৃশ্যমানতার মধ্যেও গাড়িবহর যাত্রা অব্যাহত রাখে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, সরকারি শাটডাউন সত্ত্বেও এই নিরাপত্তা অভিযান নিশ্চিত করেছে যে জাতিসংঘে নির্ধারিত বৈঠকটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত একটি সংস্থা, এর দায়িত্ব মার্কিন কূটনীতিক এবং সফররত বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...