পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৩৯
ছবি: বিবিসি

পর্তুগালের রাজধানী লিসবনে ‘গ্লোরিয়া’ নামে একটি ক্যাবল ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৮ জন। জরুরি সাহায্য সংস্থা জানায়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে একটি ক্যাবল ট্রেন দ্রুতগতিতে নিচে নামতে গিয়ে পাশের একটি ভবনে ধাক্কা খায়। মুহূর্তেই এটি কাঠের বাক্সের মতো ভেঙে চুরমার হয়ে যায়। সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

বিজ্ঞাপন

নিহত ও আহতদের মধ্যে দেশি-বিদেশি নাগরিক রয়েছেন। তবে বিদেশিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তানও রয়েছে। গর্ভবতী নারীকে মেটারনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার শিশুকে শিশুদের বিশেষায়িত হাসপাতাল ‘দোনা এস্টেফানিয়া’-তে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস আহতদের দেখতে হাসপাতালে যান। সেসময় এ দুর্ঘটনাকে ‘একটি দুঃখজনক মুহূর্ত’ বলে অভিহিত করেন তিনি। এ ঘটনায় জাতীয় শোক দিবস ঘোষণা করেছে পর্তুগাল সরকার।

এছাড়া, লিসবনে তিন দিনের শোক পালনের কথা জানিয়েছেন সিটি মেয়র কার্লোস মোয়েদা।

দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা এক বিবৃতিতে দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করেছেন।

গ্লোরিয়া ক্যাবল ট্রেনের দুটি গাড়ি বৈদ্যুতিক মোটরের মাধ্যম চলে। গ্লোরিয়া ফানিকুলার লিসবনের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান এবং পর্যটন আকর্ষণগুলোর মধ্যে একটি। এটি ১৮৮৫ সালে চালু হয়েছিল এবং তিন দশক পরে বিদ্যুতায়িত করা হয়েছিল।

এটি ১৮৮৫ সাল থেকে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে প্রায় ১৪০ বছর ধরে এটি চালু আছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত