কাশ্মীর হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ ভারতের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৬: ৩৫
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৬: ৫৫

পেহেলগাম পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় তিনজনকে চিহ্নিত করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ। এদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং দুইজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। খবর আলজাজিরার।

মঙ্গলবারের হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে ভারতীয় ছাড়াও ইতালিয়ান ও ইসরায়েলি নাগরিক ছিলেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

বিজ্ঞাপন

কাশ্মীর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক। তৃতীয়জন স্থানীয় এক বাসিন্দা। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

জম্মু ও কাশ্মীর প্রশাসন ইতোমধ্যে তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে এবং প্রত্যেকের সন্ধানদাতার জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই হামলায় জড়িতদের মধ্যে মূসা নামের একজন ছিল, যিনি ২০২৪ সালের মে মাসে পুনছ এলাকায় বিমানবাহিনীর কনভয়ে হামলার সঙ্গেও জড়িত থাকতে পারেন।

এদিকে এই হামলার পর পুরো কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত