লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৬, আহত ১০

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১: ৩৬
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১: ৫৬
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। বৃহস্পতিবার পূর্ব লেবাননে এ হামলা চালায় ইসরাইলি। এ হামলা ২০২৪ সালের শেষের দিকে দু’দেশের মধ্যে স্বাক্ষর হওয়া চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা এনএনএ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বেকা উপত্যকার আল-মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে এ হামলা হয়। এতে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হন।

বিজ্ঞাপন

অপর একটি ড্রোন হামলায় বায়লবেকের পশ্চিমে কফার দান শহরে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একজন নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দেশের দক্ষিণে মারজায়ুন জেলার দেইর সিরিয়ান শহরে রাতভর ইসরাইলি হামলায় একজন সিরীয় নাগরিক নিহত এবং আরো দুজন আহত হয়েছেন।

এনএনএ জানায়, ইসরাইলি সেনাবাহিনী লিতানি নদীর কাছে দেইর সিরিয়ানের উত্তর উপকণ্ঠ, আবাসিক এলাকার কাছে একটি গ্যারেজ এবং বুলডোজার লক্ষ্য করে হামলা চালায়।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

ইসরাইল ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। যুদ্ধে চার হাজারের বেশি মানুষ নিহত এবং কমপক্ষে ১৭ হাজার মানুষ আহত হন।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তেলআবিব বলছে, তারা হিজবুল্লাহ গোষ্ঠীর কার্যকলাপকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

যুদ্ধবিরতির অনুযায়ী, ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারের কথা ছিল। তবে তেলআবিব তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। ইসরেইল এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত