গাজার ওপর ড্রেসডেনের মতো হামলার হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৬: ২৮
ছবি: আল জাজিরা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় জার্মানির ড্রেসডেন শহরের মতো ধ্বংসাত্মক বিমান হামলার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের রাইট-উইং সংবাদমাধ্যম নিউজম্যাক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আমরা চাইলে গাজায় এমনভাবে বোমা বর্ষণ করতে পারি, যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জার্মানির ড্রেসডেন ধ্বংস করেছিল।” তিনি আরও অভিযোগ করেন, ইসরাইলের বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ ও ‘পক্ষপাতমূলক অভিযোগ’ ছড়ানো হচ্ছে। নেতানিয়াহুর দাবি, তেল আবিব কোনোভাবেই গাজায় ‘ক্ষুধা-নির্মমতা নীতি’ অনুসরণ করছে না।

বিজ্ঞাপন

তার এই মন্তব্যের পরপরই গাজা সিটির পূর্বাঞ্চলে, বিশেষ করে সবরা, জেইটুন ও শেইজাইয়া এলাকায় ইসরাইলি বাহিনী তীব্র বোমা বর্ষণ চালায়। এতে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে উচ্ছেদ হয়, কয়েকজন সাংবাদিক নিহত হন এবং মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।

এ ধরনের হুমকি ও হামলা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সমালোচকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষ ড্রেসডেনের উপর বোমা হামলা চালায়, এতে হাজারো মানুষ নিহত হয়েছিল—এটি মানবিক বিপর্যয়ের একটি দৃষ্টান্ত। গাজার ক্ষেত্রে এমন তুলনা করা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত