মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ চালাচ্ছে না; তাদের লড়াই মূলত আন্তর্জাতিক মাদকচক্রের বিরুদ্ধে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেন— যুক্তরাষ্ট্র এমন গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা নিজেদের দেশের কারাগার ও মানসিক স্বাস্থ্যপ্রতিষ্ঠান খালি করে মাদকাসক্ত ও মানসিক রোগীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।
ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, আগামী ৩০ দিনের মধ্যে দেশটিতে নতুন কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে— এমন সম্ভাবনা হোয়াইট হাউস দেখছে না। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়, কারণ দেশটির অবস্থা আগে স্বাভাবিক করতে হবে। জনগণের ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করেন ট্রাম্প। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এসব কর্মকর্তার প্রত্যেকেরই আলাদা দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

