স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী গড়তে একীভূত হচ্ছে যে তিন প্রতিষ্ঠান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৮: ১৪

ইউরোপের প্রতিরক্ষা জায়ান্ট এয়ারবাস, থ্যালেস এবং লিওনার্দো যৌথভাবে মহাকাশে নতুন শক্তি গঠনের ঘোষণা দিয়েছে, যা এলন মাস্কের স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে প্রতিষ্ঠান তিনটি জানায়, তারা তাদের স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রম একীভূত করে একটি শীর্ষস্থানীয় ইউরোপীয় মহাকাশ কোম্পানি গঠন করবে।

বিজ্ঞাপন

নতুন এই যৌথ উদ্যোগের নেতৃত্বে থাকবে এয়ারবাস, যার হাতে থাকবে ৩৫% শেয়ার। লিওনার্দো ও থ্যালেস প্রত্যেকে পাবে ৩২.৫% করে মালিকানা। প্রতিষ্ঠানটি ইউরোপজুড়ে প্রায় ২৫ হাজার মানুষকে কর্মসংস্থান দেবে এবং পাঁচ বছরের মধ্যে মধ্য-তিন অঙ্কের মিলিয়ন ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।

এই উদ্যোগ ইউরোপের মহাকাশ শিল্পে একটি বড় মাইলফলক হবে, যা একটি ঐক্যবদ্ধ ও প্রতিযোগিতামূলক ইউরোপীয় মহাকাশ উপস্থিতি তৈরি করবে। তারা আরো বলেছে, এটি জাতীয় মহাকাশ কর্মসূচির বিশ্বস্ত অংশীদার হিসেবেও কাজ করবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ইউরোপকে স্টারলিংকের বিকল্প তৈরি ও মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভর হতে সহায়তা করবে, যেখানে বর্তমানে স্পেসএক্সের প্রভাব আধিপত্য করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত