আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টিউমার ভেবে অপারেশন, মিলল পরিণত শিশু

আমার দেশ অনলাইন
টিউমার ভেবে অপারেশন, মিলল পরিণত শিশু
ছবি: গাল্ফ নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিম্বাশয়ের টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন এক নারী। কিন্তু অপারেশনের আগে পরীক্ষায় ধরা পড়ে তিনি গর্ভবতী। শিশুটি জরায়ুর বাইরে পেটের ভেতরে বেড়ে উঠেছে। এরপর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। খবর গাল্ফ নিউজের।

৪১ বছর বয়সী সুজে লোপেজ বেশ কয়েক বছর ধরে অনিয়মিত মাসিক এবং পেটের যন্ত্রণায় ভুগছিলেন। চিকিৎসকেরা জানান, তার ডিম্বাশয়ে ২২ পাউন্ড ওজনের একটি সিস্ট রয়েছে। অস্ত্রোপচারের আগে পরীক্ষায় তার গর্ভধারণের বিষয়ে পজিটিভ ফলাফল আসে। যা বিস্মিত করে চিকিৎসকদের।

বিজ্ঞাপন

আল্ট্রাসাউন্ড এবং এমআরআই স্ক্যান করে দেখা যায় ভ্রূণটি জরায়ুতে ছিল না; পরিবর্তে সে মায়ের লিভারের কাছে বড় একটি টিউমারের পিছনে পেটের ভেতরে বাড়ছিল।

চিকিৎসকদের মতে, পেটের ভেতরে গর্ভধারণ অত্যন্ত বিরল ঘটনা। এই ধরনের এক্টোপিক প্রেগন্যান্সিতে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর বদলে শরীরের অন্য কোনো অঙ্গ বা রক্তনালিতে স্থাপিত হয়। আর এটি মারাত্মক রক্তক্ষরণ ও মায়ের জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। সাধারণত এসব গর্ভধারণ শুরুতেই শনাক্ত হয় এবং পূর্ণ মেয়াদে পৌঁছায় না। তবে খুব অল্প কিছু ব্যতিক্রমী ঘটনায় অস্ত্রোপচারের মাধ্যমে শিশু বাঁচানো সম্ভব হয়েছে।

গালফ নিউজ বলছে, অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা প্রথমে টিউমারটি অপসারণ করেন, এরপর শিশুটিকে জন্ম দেন। শিশুটির নাম রাখা হয়েছে রিউ। জন্মের সময় তার ওজন ছিল প্রায় ৮ পাউন্ড। পুরো প্রক্রিয়ায় প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যুক্ত ছিলেন।

মা এবং শিশু উভয়ই সুস্থ আছেন এবং তারা হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

আত্মঘাতী গোলে আর্সেনালের নাটকীয় জয়

বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

আসামিরা গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

এলাকার খবর
খুঁজুন