আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদুরোর সমর্থনে ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন

মাদুরোর সমর্থনে ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নিকোলাস মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ভেনেজুয়েলার পতাকা হাতে দেশাত্মবোধক গানে কণ্ঠ মেলান বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শনিবার যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের পর জনশূণ্য হয়ে পড়েছিল কারাকাসের রাস্তাঘাট। তবে ভয় কাটিয়ে রাস্তায় নেমে আসেন মাদুরো সমর্থকেরা। এ সময় যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন তারা।

বিজ্ঞাপন

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জোর দিয়ে বলেছেন, কোনো বিদেশি শক্তি তার দেশ শাসন করছে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পরিবর্তনের আগ পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র।

রদ্রিগেজ বলেন, ‘আমাদের দেশে ভেনেজুয়েলার সরকার ক্ষমতায় আছে, অন্য কেউ নয়। ভেনেজুয়েলার পরিচালনায় কোনো বিদেশি শক্তি কাজ করছে না।’

মার্কিন সামরিক অভিযানে নিহত ২৪ জন সেনার একটি তালিকা প্রকাশ করেছে ভেনেজুয়েলা। কিউবা জানিয়েছে, তাদের ৩২ জন সামরিক সদস্য মারা গেছেন। নিহত সামরিক সদস্যদের স্মরণে সাত দিনের শোক ঘোষণা করেছেন রদ্রিগেজ ।

মাদুরোকে তার বাসভবন থেকে আটকের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলা নিয়ে তাদের পরিকল্পনা সম্পর্কে স্পষ্টভাবে এখনো কিছু জানায়নি।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...