ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশের শিমলায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের হাতে রোগী নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতাল (আইজিএমসি)-এ।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার চিকিৎসা সংক্রান্ত একটি তর্কের সময় এক চিকিৎসক শ্বাসকষ্টে ভোগা এক রোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রোগীর নাম অর্জুন পানওয়ার। তিনি চিকিৎসা পরীক্ষার জন্য আইজিএমসি হাসপাতালে যান। পরীক্ষার সময় শ্বাসকষ্ট অনুভব করায় তিনি অন্য একটি ওয়ার্ডের একটি বিছানায় শুয়ে পড়েন।
অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট চিকিৎসক কোনো উস্কানি ছাড়াই রোগীর সঙ্গে রূঢ় ভাষায় কথা বলতে শুরু করেন। এ নিয়ে রোগী আপত্তি জানালে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।
অর্জুন পানওয়ার জানান, “আমার ব্রঙ্কোস্কোপি করানো হয়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি যখন অক্সিজেন চাই, তখন চিকিৎসক আমার ভর্তি থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।”
তিনি আরও বলেন, “আমি শুধু তাকে সম্মানের সঙ্গে কথা বলতে বলেছিলাম। এরপর তিনি উত্তেজিত হয়ে পড়েন। আমি যখন জিজ্ঞেস করি, তিনি কি নিজের পরিবারের সঙ্গে এভাবে কথা বলেন, তখনই তিনি আমাকে মারধর শুরু করেন।”
ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত চিকিৎসক বারবার রোগীকে আঘাত করছেন, আর রোগী নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্বাস্থ্যসেবায় রোগীর নিরাপত্তা ও চিকিৎসকদের আচরণবিধি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
ঘটনাটি নিয়ে হাসপাতাল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের দাবি উঠেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

