আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধাপরাধে ইসরাইলকে সহায়তায় যে ২৫ দেশ

আমার দেশ অনলাইন

যুদ্ধাপরাধে ইসরাইলকে সহায়তায় যে ২৫ দেশ
ছবি সংগৃহিত।

অক্টোবর ২০২৩ এর পর থেকে ইসরাইলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর এই হত্যাযজ্ঞ চালাতে ইসরাইলকে তেল দিয়ে সাহায্য করেছে বিশ্বের ২৫টি দেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল বলেছে, গাজায় ইসরাইলের নৃশংসতা সম্পর্কে জেনেশুনেই জ্বালানি সরবরাহ করছে দেশগুলো, এভাবে মূলত তারাই গণহত্যা চালাচ্ছে। এসময় সংস্থাটি বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানায় ।

বিজ্ঞাপন

ব্রাজিলে কপ-৩০ শীর্ষ সম্মেলনের মাঝে এই প্রতিবেদন প্রকাশ করেছে অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে ইসরাইলে অপরিশোধিত তেলের চালানের ৭০ শতাংশ সরবরাহ করেছে আজারবাইজান এবং কাজাখস্তান।

AmarDesh_OilSupply1

অন্যদিকে, ইসরাইলে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানিকারী দেশগুলির তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া, গ্রীস এবং মার্কিন যুক্তরাষ্ট্র ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা তেল আবিবকে JP-8 সরবরাহ করে, যা সামরিক বিমানে জ্বালানির জন্য ব্যবহার করা হয়।

সংস্থাটি আরো জানিয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই দেশগুলোর জড়িত থাকার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটি তেল সরবরাহকারী সকল দেশকে এই গণহত্যায় তাদের ভূমিকা স্বীকার করে নিতে এবং এতে নিজেদের জড়িয়ে রাখা অবসানের আহ্বান জানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন