ইউক্রেনে দুর্নীতির অভিযোগে বিচারমন্ত্রী বরখাস্ত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৭: ২৭
ছবি: রয়টার্স

ইউক্রেনের জ্বালানি খাতে দুর্নীতি কেলেঙ্কারির মধ্যেই বিচারমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর বরাত দিয়ে বুধবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

এই সিদ্ধান্ত আসে অ্যান্টি-করাপশন প্রসিকিউটরদের অভিযোগের একদিন পর, যেখানে সাবেক জ্বালানি মন্ত্রী গালুশচেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো এক বিবৃতিতে বলেন, “জার্মান গালুশচেঙ্কোকে বিচারমন্ত্রীর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি জানান, গালুশচেঙ্কোর দায়িত্ব আপাতত পালন করবেন উপমন্ত্রী লিউদমিলা সুগাক।

স্পেশালাইজড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিস (এসএপিও) জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী তিমুর মিন্ডিচ জ্বালানি খাতে ১০০ মিলিয়ন ডলারের দুর্নীতি পরিকল্পনার সঙ্গে যুক্ত। অভিযোগ অনুযায়ী, গালুশচেঙ্কো চার বছর ধরে জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অর্থ প্রবাহ নিশ্চিত করার বিনিময়ে মিন্ডিচের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেছিলেন।

রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়ার সময় এই দুর্নীতির তদন্ত প্রকাশ্যে আসে, যা সরকারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এসআর

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত