আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি’, ট্রাম্পকে মোদি

আমার দেশ অনলাইন

‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি’, ট্রাম্পকে মোদি
ছবি: হিন্দুস্তান টাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের কারণে ভারতের প্রধানমন্ত্রী তার ওপর খুশি নন। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক সম্মেলনে ট্রাম্প দাবি করেন, মোদি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মোদি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত ৬৮টি অ্যাপাচি অর্ডার করেছিল, আর প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে চেয়ে বলেছিলেন— স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। কিন্তু তিনি আমার প্রতি খুশি নন, কারণ ভারতকে উচ্চ হারে শুল্ক দিতে হচ্ছে। কিন্তু এখন তারা রাশিয়া থেকে তেল কেনার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। শুল্কের জন্য যুক্তরাষ্ট্র আরো ধনী হয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।’

বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে কথা বলেন ট্রাম্প, ভারত বছরের পর বছর ধরে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। বিষয়টি এখন এগিয়ে চলেছে। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার ক্রয়াদেশ দিয়েছে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন