গাজাবাসি যখন ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ খোঁজায় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিতর্কিত বিলে ভোটাভুটি হচ্ছে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে।
এর আগে ৩ নভেম্বর ইসরাইলি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য একটি বিল উত্থাপন করে। সংসদের নিরাপত্তা কমিটি কর্তৃক অনুমোদিত বিলটি আজ (১০ নভেম্বর) প্রথম পাঠের জন্য নেসেটে আনা হয়েছে। ইতোমেধ্যে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আইনটির বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানিয়েছে।
ইসরাইলের অতি-ডানপন্থী ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী, ইতামার বেন-গভিরের চাপের পর এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তিনি জানিয়েছেন বিলটি পাস না হলে তার দল, ওটজমা ইয়েহুদিত অন্যান্য সরকারি বিলের জন্য সমর্থন দেওয়া বন্ধ করে দেবে।
দলটি নেতানিয়াহুর দুর্বল জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। দলটির সংসদে খুব কম সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আইন পাসের ক্ষেত্রে বেন-গভিরের সমর্থনের উপর নির্ভর করে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শেষের দিকে সরকার গঠনের সময় লিকুদ পার্টি এবং বেন-গভিরের ইহুদি গোষ্ঠীর সম্মিলিত জোট থেকে বিলটি এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

