চীনের বিরুদ্ধে ফিলিপাইনের জাহাজে ‘ইচ্ছাকৃত ধাক্কার’ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১: ০৬
ছবি: দ্য গার্ডিয়ান

চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সরকারি জাহাজে ‘ইচ্ছাকৃত’ ধাক্কা দিয়ে ক্ষতি করার অভিযোগ করেছে ফিলিপাইন। তবে এই সংঘর্ষের জন্য ফিলিপাইনকে উল্টো দায়ী করেছে চীন। তাদের দাবি, ফিলিপাইনের জাহাজটি ‘বিপজ্জনকভাবে’ চীনের জাহাজের কাছে চলে এসেছিল।

ফিলিপাইনের কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল স্থানীয় সময় ৯টার দিকে ফিলিপাইনের মৎস্য ব্যুরোর বিআরপি দাতু পাগবুয়ার দিকে জলকামান থেকে গুলি করে চীনা কোস্ট গার্ড। এর কয়েক মিনিট পর, একই জাহাজ ফিলিপাইনের জাহাজের পেছনের অংশে ‘ইচ্ছাকৃত ধাক্কা’ দেয়। এতে জাহাজের সামান্য ক্ষতি হলেও কোনো ক্রু সদস্য আহত হননি।

বিজ্ঞাপন

ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র কমডোর জে টারিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে চীনের এই ‘আক্রমণাত্মক কার্যক্রম’কে ‘গুন্ডামি’ বলে অভিহিত করেছেন।

টারিয়েলার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, চীন ও ফিলিপাইনের জাহাজের মধ্যে সামান্য সংঘর্ষের পর ফিলিপাইনের জাহাজটি দারুণ কৌশল অবলম্বন করে। এরপর সেটিকে চীনা কোস্ট গার্ডের জাহাজ থেকে দূরে সরে যেতে দেখা যায়। আরেক ভিডিওতে, চীনা জাহাজকে ফিলিপাইনের জাহাজের দিকে জলকামান নিক্ষেপ করতে দেখা যায়।

ফিলিপাইনের কোস্ট গার্ড প্রধান অ্যাডমিরাল রনি গিল গাভান বলেন, সাম্প্রতিক ঘটনাটি আমাদের ভূখণ্ডের এক বর্গ ইঞ্চিও কোনো বিদেশি শক্তির কাছে সমর্পণ না করার সংকল্পকে আরো শক্তিশালী করেছে।

এক বিবৃতিতে ফিলিপাইনের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে চীন। চীনা কোস্ট গার্ডের মুখপাত্র লিউ দেজুন বলেছেন, ফিলিপাইনের জাহাজটি চীনের পক্ষ থেকে বারবার পাঠানো কঠোর সতর্কবার্তা উপেক্ষা করে বিপজ্জনকভাবে তাদের জাহাজের দিকে এগিয়ে আসায় এই ঘটনা ঘটেছে। এর পুরো দায় ফিলিপাইনের বলে অভিযোগ করেন লিউ।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এই এলাকায় ফিলিপাইন ও চীনা জাহাজের মধ্যে প্রায়ই সংঘর্ষ ঘটে। থিটু দ্বীপের কাছাকাছি স্প্রাটলি দ্বীপপুঞ্জের বিতর্কিত এই অংশে বছরের পর বছর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে বেইজিং। তবে জাতিসংঘ-সমর্থিত একটি ট্রাইব্যুনাল চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছে।

এদিকে, বেইজিং বার বার ম্যানিলার বিরুদ্ধে বিতর্কিত এই অংশে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবে ফিলিপাইন কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত