
আমার দেশ অনলাইন

রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্টনিক’–এর সফল চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে। মস্কোর চলমান ইউক্রেন আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দেন।
রবিবার ক্রেমলিন প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায়, পুতিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে জানান যে ক্ষেপণাস্ত্রটির নির্ধারক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীতে এটি অন্তর্ভুক্তির প্রস্তুতি চলছে। তিনি বুরেভেস্টনিককে বিশ্বের অনন্য প্রযুক্তিগত সৃষ্টি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি সীমাহীন পাল্লার অধিকারী।
রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, ২১ অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে। এটি ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা নয় বলেও তিনি উল্লেখ করেন। গেরাসিমভের মতে, বুরেভেস্টনিক যেকোনো দূরত্বে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুর ওপর নির্ভুল আঘাত হানতে সক্ষম।
২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই প্রকল্পের ঘোষণা দেন। তার দাবি ছিল, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এমন এক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের কাজ শুরু হয়েছে। সাত বছর পর সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটল বুরেভেস্টনিকের সফল পরীক্ষার মাধ্যমে।
রাশিয়ার এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং মস্কোর বাহিনী ধীরে ধীরে বিভিন্ন এলাকা দখল করছে। যুদ্ধের ব্যয়বহুল এই পর্যায়ে কিয়েভের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এবং নতুন কোনো শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নাকচ করেছেন। তবুও, ক্রেমলিনের আলোচক কিরিল দিমিত্রিভ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে না। তার বক্তব্য অনুযায়ী, রাশিয়ার সামরিক অভিযান সামরিক যুক্তি ও প্রয়োজনের ভিত্তিতেই চলবে।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হন।
রাশিয়ার দাবি অনুযায়ী, বুরেভেস্টনিক হলো এমন এক পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র যার পাল্লা কার্যত সীমাহীন এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই সফল পরীক্ষা বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতায় নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।
সূত্র: আরব নিউজ

রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্টনিক’–এর সফল চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে। মস্কোর চলমান ইউক্রেন আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দেন।
রবিবার ক্রেমলিন প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায়, পুতিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে জানান যে ক্ষেপণাস্ত্রটির নির্ধারক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীতে এটি অন্তর্ভুক্তির প্রস্তুতি চলছে। তিনি বুরেভেস্টনিককে বিশ্বের অনন্য প্রযুক্তিগত সৃষ্টি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি সীমাহীন পাল্লার অধিকারী।
রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, ২১ অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে। এটি ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা নয় বলেও তিনি উল্লেখ করেন। গেরাসিমভের মতে, বুরেভেস্টনিক যেকোনো দূরত্বে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুর ওপর নির্ভুল আঘাত হানতে সক্ষম।
২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই প্রকল্পের ঘোষণা দেন। তার দাবি ছিল, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এমন এক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের কাজ শুরু হয়েছে। সাত বছর পর সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটল বুরেভেস্টনিকের সফল পরীক্ষার মাধ্যমে।
রাশিয়ার এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং মস্কোর বাহিনী ধীরে ধীরে বিভিন্ন এলাকা দখল করছে। যুদ্ধের ব্যয়বহুল এই পর্যায়ে কিয়েভের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এবং নতুন কোনো শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নাকচ করেছেন। তবুও, ক্রেমলিনের আলোচক কিরিল দিমিত্রিভ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে না। তার বক্তব্য অনুযায়ী, রাশিয়ার সামরিক অভিযান সামরিক যুক্তি ও প্রয়োজনের ভিত্তিতেই চলবে।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হন।
রাশিয়ার দাবি অনুযায়ী, বুরেভেস্টনিক হলো এমন এক পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র যার পাল্লা কার্যত সীমাহীন এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই সফল পরীক্ষা বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতায় নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।
সূত্র: আরব নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সুদান ডক্টরস নেটওয়ার্ক তাদের বিবৃতিতে জানায়, গত এক মাসেরও বেশি সময় ধরে অবরোধের কারণে এল ফাশার শহরে মানবিক পরিস্থিতির তীব্র অবনতি হয়েছে। ক্রমবর্ধমান খাদ্য ঘাটতি এবং অপুষ্টির কারণে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
১৮ মিনিট আগে
তিনি পোস্টে আরো জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্টকম কমান্ডারদের সঙ্গে আলোচনার পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হ
২৮ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত নিউ ইয়র্ক সিটির মেয়র পদে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। সাম্প্রতিক জরিপে জোহরান মামদানি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।
২ ঘণ্টা আগে
গাজার স্বেচ্ছাসেবক ও চিকিৎসা সহায়তা সমন্বয়কারী লেনা দাজানি বলেন, “আমি প্রায় প্রতিটি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, এবং তারা সবাই জানিয়েছেন—১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্বাস্থ্যসেবা পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি।”
২ ঘণ্টা আগে