
আমার দেশ অনলাইন

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া। গত আগস্ট মাসে রাশিয়া থেকে ভারতে হীরা রপ্তানি বেড়ে তিন কোটি ১৩ লাখ ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল এক কোটি ৩৪ লআখ ডলারের কিছু বেশি। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আরটির।
চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।
রাশিয়া অবশ্য এখনো ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।
আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।
হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ।
অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।
আরএ

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া। গত আগস্ট মাসে রাশিয়া থেকে ভারতে হীরা রপ্তানি বেড়ে তিন কোটি ১৩ লাখ ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল এক কোটি ৩৪ লআখ ডলারের কিছু বেশি। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আরটির।
চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।
রাশিয়া অবশ্য এখনো ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।
আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।
হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ।
অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।
আরএ

জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, লন্ডনবাসীর মতোই নতুন মেয়র নির্বাচনে ভয়ের পরিবর্তে আশাকে বেছে নিয়েছে নিউইয়র্কবাসী।
৪ মিনিট আগে
ভারতের বিহারে ২৪৩ আসনের বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ভোট গ্রহণ হচ্ছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
১ ঘণ্টা আগে
পরমাণু কর্মসূচী নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেছে রাশিয়া, ইরান ও চীন। রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ একথা জানিয়েছেন। আসন্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড সভার আগে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
২ ঘণ্টা আগে
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে হিন্দ রজব ফাউন্ডেশন নামের একটি সংগঠন। গাজা উপত্যকায় ইসরাইলের ২০০৮-২০০৯ সালের সামরিক আগ্রাসনের দায়ে ওলমার্টের বিরুদ্ধে জার্মানিতে এ ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে