আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমিরাতে সতর্কতা জারি

পাবলিক চার্জিং: ৫ জনের ৪ জনই সাইবার আক্রমণের ঝুঁকিতে

আমার দেশ অনলাইন

পাবলিক চার্জিং: ৫ জনের ৪ জনই সাইবার আক্রমণের ঝুঁকিতে
ছবি সংগৃহীত।

রাস্তাঘাটে অনিরাপদ পাবলিক চার্জিং পয়েন্ট ব্যবহার করলে ভ্রমণকারীদের ব্যক্তিগত তথ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের সাইবার সিকিউরিটি কাউন্সিল এমন সতর্কতা জারি করেছে।

আমিরাতি কাউন্সিল আরো বলছে, ভ্রমণকারীদের মধ্যে যারা পাবলিক চার্জিং পয়েন্ট ব্যবহার করেন, তাদের পাঁচজনের মধ্যে চারজনই ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিতে থাকেন।

বিজ্ঞাপন

তারা জানিয়েছে, অনিরাপদ এমন চার্জিং পোর্টে ডিভাইস প্লাগ ইন করার পর প্রায় ৭৯ শতাংশ ভ্রমণকারীই ডেটা ও পাসওয়ার্ড চুরির সম্ভাবনার মধ্যে থাকেন। অনেক পাবলিক চার্জিং স্টেশনে লুকানো সফটওয়্যার থাকতে পারে- যেগুলো ‘ক্ষতিকর চার্জিং অ্যাটাক’ চালিয়ে ব্যবহারকারীর অজান্তেই তার ব্যক্তিগত ছবি, বার্তা বা ডকুমেন্টে প্রবেশাধিকার পেতে সক্ষম।

কাউন্সিল আরো জানিয়েছে, চার্জিং পোর্টের মাধ্যমে ইতোমধ্যে ৬৮ শতাংশ কোম্পানি সাইবার আক্রমণের শিকার হয়েছে, যার ফলে কোম্পানিগুলোর করপোরেট তথ্য ও ডিজিটাল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এভাবে ডিভাইস হ্যাকড হলে দ্রুত ব্যাটারি শেষ হওয়া, অ্যাপ ধীর হয়ে যাওয়া, বারবার সিস্টেম ক্র্যাশ বা অপরিচিত চিহ্ন দৃশ্যমান হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

ঝুঁকি কমাতে কাউন্সিল ভ্রমণকারীদের ব্যক্তিগত চার্জার ব্যবহার, পাবলিক চার্জিং এড়ানো, ডেটা-ট্রান্সফার অনুরোধ প্রত্যাখ্যানসহ দ্বি-ধাপ যাচাইকরণ ও বায়োমেট্রিক নিরাপত্তা সক্রিয় করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি অ্যাপের অনুমতি ও সুরক্ষা নিয়মিত পরীক্ষা করারও সুপারিশ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন