আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওভাল অফিসে রোনালদোর সঙ্গে ফুটবল খেললেন ট্রাম্প!

আমার দেশ অনলাইন

ওভাল অফিসে রোনালদোর সঙ্গে ফুটবল খেললেন ট্রাম্প!
ছবি সংগৃহীত।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অনুষ্ঠানে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন আমন্ত্রিত অতিথিদের একজন। সেই নৈশভোজের কয়েকদিন পর, বৃহস্পতিবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসের ভেতরে পর্তুগিজ তারকার সাথে ফুটবল খেলার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প ।

রোনালদোকে 'দুর্দান্ত' ব্যক্তি হিসেবে অভিহিত করে ট্রাম্প তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে তাকে কিপ-আপ, হেডার এবং ড্রিবলিং করতে দেখা যায়।

বিজ্ঞাপন

ভিডিওর ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‘রোনালদো খুবই দারুণ একজন মানুষ। হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা করে ভালো লেগেছে। তিনি সত্যি বুদ্ধিমান ও খুবই শান্ত!!!— প্রেসিডেন্ট ডি জে টি।’

ভিডিওতে দেখা যায়, ওভাল অফিসে দু’জন বল পাস করছেন, ট্রাম্প বল আটকানোর জন্য তার পা ঘুরাচ্ছেন, পরবর্তীতে সেটি দর্শকদের দিকে কিক করেন।

সর্বশেষ আপডেট পর্যন্ত, ভিডিওটি প্রায় ৩ কোটি ৪০ লাখ (৩৪ মিলিয়ন) বার দেখা হয়েছে, মন্তব্য পেয়েছে হাজার হাজার। বিশেষত ক্লিপটির বোকামি নিয়ে মজা করেছেন অনেক মন্তব্যকারী।

একজন লিখেছেন, ‘ট্রাম্পকে যেভাবে হেড করার জন্য বাঁকতে দেখছি তা আরও মজার হয়ে উঠেছে,

অন্য একজন এর সাথে যোগ করে লিখেছেন, ‘হেটাররা বলবে এটি এআই।"

তৃতীয়জন মন্তব্য করেছেন, "ভাই, আমি সত্যিই ভেবেছিলাম এটি একটি মিম পেজ। এ তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হা হা!’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন