আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদান নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতি, যা বলছে ইরান

আমার দেশ অনলাইন

সুদান নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতি, যা বলছে ইরান
ছবি: বার্তা সংস্থা মেহের

সুদানের পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সুদানের পশ্চিমাঞ্চলীয় উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশেরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানান তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।

সুদানের পররাষ্ট্রমন্ত্রী মোহি আল-দিন সালেমের সাথে ফোনে এ বিষয়ে কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সুদানের আঞ্চলিক অখণ্ডতার প্রতি তেহরানের সমর্থনের কথা তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

ফোনালাপের পর সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আরাগচি বলেন, ‘নিরীহ বেসামরিক নাগরিকদের মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য ইরানের পক্ষ থেকে গভীর দুঃখ ও উদ্বেগ এবং সুদানের প্রতি ইরানের সংহতি প্রকাশ করছি।’

আরাগচি বলেন, ‘কেউ কেউ কিছু সন্ত্রাসীকে ‘ভালো’ এবং কিছু সন্ত্রাসীকে ‘খারাপ’ এই দুই ভাগে বিভক্ত করে এবং যারা তাদের স্বার্থের পক্ষে কাজ করে তাদের সমর্থন জানানোর মতো ঘৃণ্য কাজ করে।’

ইরানের শীর্ষ এই কূটনীতিক জোর দিয়ে বলেন, ‘পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরে যে নিন্দনীয় দ্বিমুখী নীতি অনুসরণ করে আসছে, ২০২৫ সালে এর কোনো স্থান নেই।’

তিনি আরো বলেন, ‘নিরপরাধ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং সহিংসতা, বিশ্বের যেখানেই ঘটুক না কেনো, তা অবশ্যই বর্জনীয়।’

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের লড়াই চলছে। গত রোববার তারা এল-ফাশের দখল করে নেয়।

এরপর থেকে এল-ফাশেরে বিচারবহির্ভূত হত্যা, যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের ওপর হামলা, লুটপাট এবং অপহরণের ঘটনা ঘটছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন