আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে ব্যাপক বিক্ষোভ, নিহত বেড়ে ৬

আমার দেশ অনলাইন

ইরানে ব্যাপক বিক্ষোভ, নিহত বেড়ে ৬
ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এদিকে, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর আল জাজিরার।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, তেহরানের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভে কমপক্ষে তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে রাস্তায় আগুন জ্বলতে দেখা গেছে এবং গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

ফার্স জানায়, রাজধানী তেহরানের প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভ চলাকালীন দুজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো বিক্ষোভকারী প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং ব্যাংকসহ শহরের প্রশাসনিক ভবনগুলোতে পাথর ছুড়তে শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ব্যবহার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন