ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮: ৩১
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৮: ৪০

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জন। কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির বোগো শহরে। সেখানে ১৯ জন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার এ তথ্য জানিয়েছে বিবিসি ও স্ট্রেইটস টাইমস। ফিলিপাইনের একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বরাত দিয়ে বিবিসি জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত