আমার দেশ অনলাইন
মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে তুষার ঝড়ের কারণে আটকা পড়েছেন অন্তত এক হাজার মানুষ। এদেরমধ্যে ৩৫০ জনের বেশি অভিযাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা। এখনো আটকা পড়ে আছেন অনেকে। খবর আল জাজিরার।
রোববার উদ্ধার হওয়া অভিযাত্রীদের তিব্বতি দিকের ছোট শহর কুদাংয়ে নিয়ে যাওয়া হয়েছে।
চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, স্থানীয় সরকারের তত্ত্বাবধানে উদ্ধারকর্মীদের দল ধাপে ধাপে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছে। তবে কতজন স্থানীয় গাইড ও সহায়তাকারী আটকা পড়েছেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সিসিটিভি রিপোর্টে ট্রেকিং পার্টির সাথে থাকা স্থানীয় গাইড এবং সহায়তা কর্মীদের হিসাব করা হয়নি কিনা তা নির্দেশ করা হয়নি। তিব্বতে অবস্থিত এভারেস্টের উত্তর মুখের কাছের অভিযাত্রীরা প্রভাবিত হয়েছেন কিনা তাও স্পষ্ট নয়।
তুষারঝড়ে আটকা পড়া অভিযাত্রী চেন গেশুয়াং বলেন, ‘পর্বতে এত ঠান্ডা ও ভেজা পরিবেশ ছিল যে হাইপোথারমিয়ার আশঙ্কা ছিল খুব বেশি। আমাদের গাইড বলেছিলেন, অক্টোবর মাসে তিনি কখনো এমন আবহাওয়ার মুখোমুখি হননি। সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ প্রস্তুত ছিল না।’
শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত টানা শনিবার পর্যন্ত চলে। ফলে পর্বতপথে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা থেকে এভারেস্টের পুরো পর্যটন এলাকা বন্ধ করে দেয়া হয়।
আরএ
মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে তুষার ঝড়ের কারণে আটকা পড়েছেন অন্তত এক হাজার মানুষ। এদেরমধ্যে ৩৫০ জনের বেশি অভিযাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা। এখনো আটকা পড়ে আছেন অনেকে। খবর আল জাজিরার।
রোববার উদ্ধার হওয়া অভিযাত্রীদের তিব্বতি দিকের ছোট শহর কুদাংয়ে নিয়ে যাওয়া হয়েছে।
চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, স্থানীয় সরকারের তত্ত্বাবধানে উদ্ধারকর্মীদের দল ধাপে ধাপে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছে। তবে কতজন স্থানীয় গাইড ও সহায়তাকারী আটকা পড়েছেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সিসিটিভি রিপোর্টে ট্রেকিং পার্টির সাথে থাকা স্থানীয় গাইড এবং সহায়তা কর্মীদের হিসাব করা হয়নি কিনা তা নির্দেশ করা হয়নি। তিব্বতে অবস্থিত এভারেস্টের উত্তর মুখের কাছের অভিযাত্রীরা প্রভাবিত হয়েছেন কিনা তাও স্পষ্ট নয়।
তুষারঝড়ে আটকা পড়া অভিযাত্রী চেন গেশুয়াং বলেন, ‘পর্বতে এত ঠান্ডা ও ভেজা পরিবেশ ছিল যে হাইপোথারমিয়ার আশঙ্কা ছিল খুব বেশি। আমাদের গাইড বলেছিলেন, অক্টোবর মাসে তিনি কখনো এমন আবহাওয়ার মুখোমুখি হননি। সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ প্রস্তুত ছিল না।’
শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত টানা শনিবার পর্যন্ত চলে। ফলে পর্বতপথে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা থেকে এভারেস্টের পুরো পর্যটন এলাকা বন্ধ করে দেয়া হয়।
আরএ
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৩ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে