ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ হলো এপস্টেইনের ইমেইলে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১: ৪৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত ইমেইলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা নতুন ইমেইল নথিতে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, এপস্টেইনের পাঠানো ও প্রাপ্ত ইমেইলগুলোতে ট্রাম্পকে নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। খবর নিউজ উইকের।

বিজ্ঞাপন

এমনই একটি ইমেইল আদান-প্রদান হয় এপস্টেইনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল-এর সঙ্গে ২০১১ সালের এপ্রিলে। ওই ইমেইলে এপস্টেইন লিখেছিলেন, এক ভুক্তভোগীর সঙ্গে ট্রাম্প ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। ইমেইলে ট্রাম্পকে তিনি ‘ঘেউ ঘেউ না করা কুকুর’ বলেও উল্লেখ করেন।

এছাড়া ট্রাম্পকে নিয়ে বই লেখা সাংবাদিক মাইকেল উলফের সঙ্গেও এপস্টেইনের ইমেইল যোগাযোগ ছিল বলে জানা গেছে। সেই কথোপকথনে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা নিয়েও আলোচনা হয়।

এসআর

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত