হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই আলোচনাকে ‘এযাবৎকালের সেরা বৈঠক’ হিসেবে অভিহিত করেছেন। খবর সিবিএস নিউজের।
তিনি বলেন, অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা। জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তায় অংশগ্রহণ করার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তাসহ রাশিয়ায় আটক ইউক্রেনীয় শিশু এবং যুদ্ধবন্দিদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
সোমবার হোয়াইট হাউজের বাইরে এই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে পুতিনের বৈঠকের প্রস্তাব করেছেন ট্রাম্প। প্রথমে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এরপর হবে ত্রিপক্ষীয় বৈঠক।’
জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত। পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের এ সিদ্ধান্তকে সোমবারের বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে বর্ণনা করেছেন তিনি।
তার মতে দ্বিপক্ষীয় বৈঠকটি পূর্বশর্ত ছাড়া হওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা যদি শুরুতে প্রাথমিক যুদ্ধবিরতির দাবি করি, তাহলে রাশিয়া আরো শত শত দাবি করা শুরু করবে।’
এছাড়া সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তায় সহায়তা করতে রাজি হওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।
এরআগে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় নেতারা।
বৈঠকের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে। এই দুই নেতার মুখোমুখি বৈঠকের পর তাদের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় বসবেন তিনি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইউক্রেন ইস্যুতে বৈঠক ফলপ্রসূ হয়েছে: ইউরোপীয় নেতারা
ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, ছিলেন ইউরোপীয় নেতারাও