হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন রাগাসা। সুপার টাইফুন আঘাত হানার আগে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে হংকং। এর অংশ হিসেবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার কথা বিবেচনা করা হচ্ছে। খবর ব্যাংকক পোস্টের।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টার জন্য সব যাত্রীবাহী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সমস্ত ফ্লাইট বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।
তবে ঝড়ের সময় বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম চলবে। এ সময় যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে হংকং এয়ারপোর্ট অথরিটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং টাইফুন মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে। তবে বিমানবন্দর বন্ধের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
হংকং অবজারভেটরি জানিয়েছে, সোমবার দুপুরে সর্বনিম্ন সতর্কতা সংকেত জারি করা হবে এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে তা দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত করা হবে। মঙ্গলবার থেকে আবহাওয়া দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার পুরো শহরে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে, আর সমুদ্র উপকূল ও উঁচু স্থানে বাতাসের গতি হারিকেনের মতো হতে পারে।
আরএ


গাজায় আতঙ্ক ছড়াচ্ছে ইসরাইলি ‘বুবি-ট্র্যাপ রোবট’