ইরানে বাস উল্টে নিহত ২১

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২০: ১৯

দক্ষিণ ইরানে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্র দিয়ে আরব নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের শহর কাভার-এর কাছে দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ইরানের গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, পাহাড়ি সড়কে যাত্রীবাহী কোচ উল্টে পড়ে গেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটিতে সড়ক দুর্ঘটনায় চলতি বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত