অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পলিশ।
পুলিশ জানিয়েছে, দুজনকে আটক করা হয়েছে, বাকীদের ধরতে অভিযান চলছে। সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে লোকজনকে সৈকত এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে পুলিশ।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে ‘মর্মান্তিক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ‘আমি কমপক্ষে ১০ জনকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি।’
হামলার ঘটনার কাছাকাছি ইহুদিদের উৎসব হনুক্কা উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। তবে নিউ সাউথ ওয়েলস পুলিশ অসমর্থিত গুজব শেয়ার করার বিরুদ্ধে জনগণকে সতর্ক করেছে।
সূত্র: আল জাজিরা/স্কাই নিউজ


থাইল্যান্ডের ত্রাত প্রদেশে কারফিউ জারি