৩ দেশের ওপর শুল্কারোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৫৪
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৫৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

তিন দেশের ওপর শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো- চীন, কানাডা ও মেক্সিকো। কানাডা ও মেক্সিকোর ওপর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং একই সঙ্গে চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্কারোপে আদেশে গতকাল ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকেই এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এমন নির্দেশের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাবে এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন এ শুল্কারোপ করা হয়েছে।

তবে ওই তিন দেশের পণ্যের ওপর শুল্কারোপ করায় অ্যাভোকাডোস থেকে স্নিকার, গাড়িসহ অনেক পণ্যের দাম বাড়বে।

এর আগে কানাডা-মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক বছর ধরেই শুল্কবিহীন বাণিজ্য হচ্ছে। কিন্তু সেই নীতি থেকে সরে এলো যুক্তরাষ্ট্র। অপরদিকে চীনের সঙ্গে গত দুটি সরকারেরই বাণিজ্যিক যুদ্ধ অব্যাহত ছিল।

সূত্র: সিএনএন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত