
আন্তর্জাতিক ডেস্ক

স্পেনে চলতি গ্রীষ্মে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে। গত ১৬ দিনের মধ্যে ১,১৪৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত হয়েছে।
স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে তীব্র তাপপ্রবাহে ১,০৬০ জনের মৃত্যু হয়েছিল। যা আগের বছরের তুলনায় ৫৭% বেশি।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে বয়স্ক জনগণ, বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী ও নারী নাগরিকদের মধ্যে মৃত্যুর হার বেশি। তবে সরাসরি মৃত্যুর কারণ হিসেবে তাপমাত্রা উল্লেখ করা হয়নি।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে “জরুরি জলবায়ু সংকট” বলে অভিহিত করেছেন এবং দেশের জলবায়ু নীতি দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তাপপ্রবাহের পাশাপাশি স্পেনের বিভিন্ন অঞ্চলে দাবানলও তীব্র আকার ধারণ করেছে। গালিসিয়া অঞ্চলে ৩৮২,০০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং চারজনের মৃত্যু হয়েছে। ৩২ জনকে সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে আটক করা হয়েছে এবং ৯৩ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের তীব্রতা ও দীর্ঘস্থায়ীতার বৃদ্ধি পাচ্ছে। যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য বিপজ্জনক। স্পেনের এই পরিস্থিতি অন্যান্য দেশগুলোর জন্যও সতর্কবার্তা হিসেবে বিবেচিত করা হচ্ছে।

স্পেনে চলতি গ্রীষ্মে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে। গত ১৬ দিনের মধ্যে ১,১৪৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত হয়েছে।
স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে তীব্র তাপপ্রবাহে ১,০৬০ জনের মৃত্যু হয়েছিল। যা আগের বছরের তুলনায় ৫৭% বেশি।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে বয়স্ক জনগণ, বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী ও নারী নাগরিকদের মধ্যে মৃত্যুর হার বেশি। তবে সরাসরি মৃত্যুর কারণ হিসেবে তাপমাত্রা উল্লেখ করা হয়নি।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে “জরুরি জলবায়ু সংকট” বলে অভিহিত করেছেন এবং দেশের জলবায়ু নীতি দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তাপপ্রবাহের পাশাপাশি স্পেনের বিভিন্ন অঞ্চলে দাবানলও তীব্র আকার ধারণ করেছে। গালিসিয়া অঞ্চলে ৩৮২,০০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং চারজনের মৃত্যু হয়েছে। ৩২ জনকে সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে আটক করা হয়েছে এবং ৯৩ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের তীব্রতা ও দীর্ঘস্থায়ীতার বৃদ্ধি পাচ্ছে। যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য বিপজ্জনক। স্পেনের এই পরিস্থিতি অন্যান্য দেশগুলোর জন্যও সতর্কবার্তা হিসেবে বিবেচিত করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের এই জ্যেষ্ঠ কর্মকর্তা টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাজ্যে সফরের সময় যখনই হোটেলে বিবিসি দেখতে বাধ্য হন, তার “দিনটা নষ্ট হয়ে যায়।” তিনি অভিযোগ করেন, “ব্রিটিশ করদাতাদের অর্থে পরিচালিত এই গণমাধ্যম আসলে একটি বামঘেঁষা প্রচারযন্ত্র।”
১৭ মিনিট আগে
গাজায় বর্তমানে ৬ লাখ ৬০ হাজারেরও বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। এই অঞ্চলের আনুমানিক ৮১৫টি বিদ্যালয়ের মধ্যে ৯৭ শতাংশই ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শিক্ষা অধিকারের বিশেষ প্রতিবেদক ফারিদা শহীদ।
৩০ মিনিট আগে
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলেও সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। তবে দেশটি বলেছে, তাদের মূল নিরাপত্তা উদ্বেগ— আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ— আগে সমাধান করতে হবে।
২ ঘণ্টা আগে
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়টি রোববার সন্ধ্যার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলে স্থলভাগে আঘাত হানবে। বর্তমানে এটি ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) বেগে প্রবাহিত হচ্ছে, এবং দমকা বাতাসের বেগ পৌঁছাতে পারে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) পর্যন্ত।
৩ ঘণ্টা আগে