স্পেনে তীব্র তাপপ্রবাহ, ১৬ দিনে ১১৪৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২২: ৩৭
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৪: ১৩

স্পেনে চলতি গ্রীষ্মে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে। গত ১৬ দিনের মধ্যে ১,১৪৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত হয়েছে।

স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে তীব্র তাপপ্রবাহে ১,০৬০ জনের মৃত্যু হয়েছিল। যা আগের বছরের তুলনায় ৫৭% বেশি।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে বয়স্ক জনগণ, বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী ও নারী নাগরিকদের মধ্যে মৃত্যুর হার বেশি। তবে সরাসরি মৃত্যুর কারণ হিসেবে তাপমাত্রা উল্লেখ করা হয়নি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে “জরুরি জলবায়ু সংকট” বলে অভিহিত করেছেন এবং দেশের জলবায়ু নীতি দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তাপপ্রবাহের পাশাপাশি স্পেনের বিভিন্ন অঞ্চলে দাবানলও তীব্র আকার ধারণ করেছে। গালিসিয়া অঞ্চলে ৩৮২,০০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং চারজনের মৃত্যু হয়েছে। ৩২ জনকে সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে আটক করা হয়েছে এবং ৯৩ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের তীব্রতা ও দীর্ঘস্থায়ীতার বৃদ্ধি পাচ্ছে। যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য বিপজ্জনক। স্পেনের এই পরিস্থিতি অন্যান্য দেশগুলোর জন্যও সতর্কবার্তা হিসেবে বিবেচিত করা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত