আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে বিস্ফোরণ

আমার দেশ ডেস্ক
যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পর শনিবার রাতে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতশাসিত কাশ্মীরে। এ ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিজ্ঞাপন

ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাতে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, "এটি কোনো যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুড়েছে।" এর আগে তিনি শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানান। স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছেন, যার ফলে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আলজাজিরার শ্রীনগর-ভিত্তিক সাংবাদিক উমর মেহরাজ জানিয়েছেন, তিনি আকাশে বস্তু উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, "বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং এয়ার সাইরেন শোনা যাচ্ছে। প্রকৃত অবস্থা পরিষ্কার নয়। এগুলো ক্ষেপণাস্ত্র না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তা জানা যায়নি।" তিনি আরও জানান, বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন